anusandhan24.com
সেই আজভ যোদ্ধাদের ভাগ্যে আসলে কী ঘটছে?
সোমবার, ২৩ মে ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইউক্রেনের পূর্বাঞ্চলের মারিউপোলের আভজস্টাল স্টিল কারখানা থেথে আত্মসমর্পণ করা আভজ যোদ্ধাদের ভাগ্যে আসলে কী ঘটেছে তা নিয়ে ‘পরস্পরবিরোধী খবর’ পাওয়া যাচ্ছে বলে আল জাজিরার মস্কো প্রতিনিধি দোরসা জাব্বারি সোমবার জানিয়েছেন।

তিনি বলেন, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন স্থানীয় সময় সোমবার সকালের দিকে বলেছিলেন (স্বঘোষিত) প্রজাতন্ত্রের মধ্যে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের চেষ্টা চলছে যেখানে ওই যোদ্ধাদের বিচার করা হবে।

তিনি আরও বলেন, তবে রাশিয়ার এক উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে সম্ভব্য বন্দি বিনিময় নিয়েও রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

জব্বারি আরও বলেন, এটাও স্পষ্ট নয় যে স্টিল কারখানা থেকে কথিত ২,৪৭৮ জন যোদ্ধাদের মধ্যে কতজন আজভ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

তিনি বলেন, আমরা যা জানি তা হল রাশিয়ার রাজধানীতে এখানে বিভিন্ন আইন প্রণেতাদের কাছ থেকে আহ্বান এসেছে যে আজভ ব্যাটালিয়নের সেই সদস্যরা যেন কোনো বন্দি বিনিময়ের অংশ না হয় এবং তাদের বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করার ইচ্ছা রয়েছে।