বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত : ১১:২৫ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ৩২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সোমবার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট ১৪১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন। হল সংসদে ৭০ জন। ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছেন।

বিকাল পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই হিসাবে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার নেতারা। তবে তারা সবাই এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখনো ছাত্রদলের দলীয় প্যানেল ঘোষণা করা হয়নি।

অপরদিকে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনেও চবি ছাত্রশিবিরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

হল সংসদে প্রথম প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’ হল সংসদ নির্বাচনে নবাব ফয়েজুন্নেসা হল থেকে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘হৃদ্যতার বন্ধন’ নামে এই প্যানেলের নামকরণ করা হয়েছে। এই প্যানেলে গুরুত্বপূর্ণ প্রধান তিনটি পদে মনোনয়নপত্র নিয়েছেন সহ-সভাপতি (ভিপি) পারমিতা চাকমা, সাধারণ সম্পাদক সিংঞইউ মারমা ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে মে থুই চিৎ খেয়াং।

এমফিল ও পিএইচডি অধ্যয়নরত ভোটার ৩৪৮ জন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৪৮ জন। এর মধ্যে এমফিলের শিক্ষার্থী রয়েছেন ২২২ জন এবং পিএইচডির শিক্ষার্থী রয়েছেন ১২৬ জন। তারা সবাই আসন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT