নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ
প্রকাশিত : ১০:৫২ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ৪ বার পঠিত
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরান।
শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।
পুলিশ জানায়, বউবাজারে পলাশ ভূঁইয়া সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন হাবিবুল্লাহ শিপলু।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শিপলু।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, বিকাল ৫টার দিকে খবর পাই বাবুরাইল বউবাজারে একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনজনের মরদেহ পড়ে আছে।
তিনি জানান, সকাল থেকে ওই ফ্ল্যাটের ভেতর থেকেই দরজা লক করা ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলে দরজা না খোলায় এবং ঘরের ভেতরে যারা আছে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজনের সন্দেহ হয়। পরে তারা তার আত্মীয়স্বজনদের খবর দেন। আত্মীয়স্বজন এসে পুলিশকে খবর দেন।
পুলিশ এসে তাদের ঘরের ভেতরে যাওয়ার জন্য বললে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরানের মুখের উপর বালিশচাপা দেওয়া আছে। পাশের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন শিপলু। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, সমিতির গ্রাহকরা তার ও রমজান মিয়ার কাছে টাকা পেতেন। এই টাকার জন্য গ্রাহকরা প্রায়ই তাকে ও তার মালিককে চাপ দিত। এ নিয়ে এলাকায় শিপলু ও রমজান সমিতির মালিক রমজান আলী বেশ কয়েকবার লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন। মামলায় জড়িত হয়ে হেনস্তা হয়েছেন। গ্রাহকের টাকার চাপ সইতে না পেরেই সে দুনিয়া ছেড়ে চেলে গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ভেতরে থেকে ঘরের দরজা লক করা ছিল। এতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী শিপলু স্ত্রী ও সন্তানকে বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।