ছাত্র ইউনিয়নের আংশিক প্যানেল ‘সংশপ্তক’ ঘোষণা
প্রকাশিত : ০৫:৪৫ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০২৫ শনিবার ২৫ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য ‘সংশপ্তক’ নামে আংশিক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা। এতে তারা কেন্দ্রীয় পাঁচটি পদে প্রার্থী দিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এ প্যানেল ঘোষণা করেন।
সংশপ্তক প্যানেল থেকে জাকসুর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।
এছাড়া সংশপ্তক প্যানেল থেকে নির্বাচন করবেন তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার কর্মী তানজিল আহমেদ, সহ-সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, প্রগতিশীল দাবি নিয়ে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছেন, আমরা এমন একজনকে ভিপি (সহ-সভাপতি) হিসেবে সমর্থন করছি। এছাড়া অন্যান্য সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা কয়েকটি নির্দিষ্ট পদে প্রার্থী দিয়েছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























