বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু

প্রকাশিত : ০৭:৫৯ পূর্বাহ্ণ, ২৩ আগস্ট ২০২৫ শনিবার ৩২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে পূজার অনুষ্ঠানে আনন্দ করতে অতিরিক্ত মদপানে জামাইয়ের মৃত্যু ঘটেছে। হাসপাতলে মৃত্যুর শয্যায় রয়েছেন আরেক তরুণ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবণ পূর্ব পাড়া এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার ধামরাই বালিয়া ইউনিয়নের রাম রাবণ পূর্ব পাড়া এলাকার পলাশ মনি দাসের মেয়ে পূর্ণিমা দাসের সদ্য বিয়ে হয়েছে একই উপজেলার সুয়াপুর এলাকার মরু দাস এর ছেলে মন্টু মনি দাসের। গ্রামের পঞ্চায়েত কমিটির পূজা উপলক্ষে মেয়ে ও জামাইকে দাওয়াত করে আনা হয়।

এ পূজার অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ পানে ভগ্নিপতি মন্টু দাসের মৃত্যু ঘটে। অপরদিকে শ্যালক পিনু দাস গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাম রাবণ গ্রামের দ্রীরেশ মাতাব্বর বলেন, অল্প বয়সের ছেলেপেলে বলে কথা। পূজার অনুষ্ঠানে আনন্দ উল্লাস করতে গিয়ে অতিরিক্ত মদ পান করায় ভগ্নিপতির মৃত্যু ও শ্যালক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। হৃদয়বিদারক।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT