রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

প্রকাশিত : ০৮:৩৫ পূর্বাহ্ণ, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার ১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রবাস জীবনের শুরুতে সাধারণত অনেকেই নতুন পরিবেশ, চাকরির চাপ আর পরিবার থেকে দূরে থাকার কষ্ট নিয়ে দিন কাটান। কেউ কেউ বছরের পর বছর পরিশ্রম করে সামান্য কিছু সঞ্চয় করতে পারেন। কিন্তু ভারতের কেরালার তরুণ শ্রীরাজ এমআর-এর ভাগ্য যেন অন্য সবার থেকে একেবারেই আলাদা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছেন মাত্র চার মাস হলো। এর মধ্যেই ভাগ্য সাড়া দিল শ্রীরাজের। লটারিতে তিনি জিতলেন কোটি টাকার পুরস্কার। খবর গালফ নিউজের।

সংবাদমাধ্যমটি জানায়, চলতি বছরের এপ্রিলে দুবাইয়ে গিয়ে একটি প্রতিষ্ঠানে হিসাব সহকারীর চাকরি শুরু করেন শ্রীরাজ। এখনো পুরোপুরি প্রবাস জীবনে মানিয়ে উঠতে না উঠতেই বুধবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয় দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) মিলেনিয়াম মিলিয়নিয়ারের লটারির ড্র। সেখানে ঘোষণা করা হয়, টিকিটধারী শ্রীরাজ জিতে গেছেন ১০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।

এই টিকিট তিনি একা কেনেননি, সঙ্গে ছিলেন সহকর্মী প্রদীপ। পুরস্কারের অর্থ ভাগাভাগি হবে তাদের মধ্যে—শ্রীরাজ পাবেন ২৫ শতাংশ আর বাকি ৭৫ শতাংশ যাবে প্রদীপের হাতে।

প্রদীপের জন্যও এ জয়টা কম গুরুত্বপূর্ণ নয়। কারণ গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিত লটারির টিকিট কিনেও কখনো জয় পাননি তিনি। অবশেষে এবার শ্রীরাজকে সঙ্গী করে ভাগ্য খুলে গেল তারও। গালফ নিউজকে প্রদীপ জানান, ‘আমরা ভাবতেই পারিনি এভাবে জয় আসবে। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে বা ফেক কল দিয়েছে। কিন্তু পরে নিশ্চিত হওয়ার পর আনন্দে চিৎকার করে উঠি।’

অন্যদিকে শ্রীরাজের বিস্ময় ও আনন্দের সীমা নেই। তিনি বলেন, ‘দুবাই আসলেই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। দেশে থাকতে লটারিতে টিকিট কাটার অভ্যাস ছিল না, কারণ কখনো জিতিনি। প্রদীপ যখন বলল, চল ভাগ্য পরীক্ষা করি, আমি ভেবেছিলাম ক্ষতি কী? কিন্তু এত দ্রুত এভাবে জিতব, তা কখনো ভাবিনি।’

প্রবাসীদের জন্য এক অনুপ্রেরণা

প্রবাস জীবনের কঠোর পরিশ্রম আর সংগ্রামের গল্প আমরা প্রতিদিনই শুনি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার লাখো শ্রমিক ও কর্মজীবী মানুষ জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে গিয়ে ঘাম ঝরান। তাদের মধ্যে এমন হঠাৎ ভাগ্য বদলের ঘটনা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির জীবনই পাল্টে দেয় না; বরং অনেক প্রবাসীর মনে নতুন স্বপ্ন ও আশার আলো জাগিয়ে তোলে।

শ্রীরাজ ও প্রদীপ এখন কীভাবে এই অর্থ ব্যবহার করবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে তাদের সহকর্মীরা মনে করছেন, এই পুরস্কার তাদের দুজনের জীবনযাত্রা যেমন পাল্টে দেবে, তেমনি ভবিষ্যতের জন্যও নিরাপত্তা তৈরি করবে।

দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ারের এই লটারি প্রবাসীদের কাছে দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয় আকর্ষণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বহু প্রবাসী নিয়মিত এই লটারিতে অংশ নেন। তবে সবাই ভাগ্যবান হন এমন নয়। সেই দিক থেকে শ্রীরাজকে অনেকেই এখন সত্যিকারের ‘লাকি প্রবাসী’ হিসেবে অভিহিত করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT