রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

প্রকাশিত : ০৮:১৭ পূর্বাহ্ণ, ২০ আগস্ট ২০২৫ বুধবার ২২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে বিশেষ অফার ঘোষণা করেছে। রাউন্ড-ট্রিপ এবং ট্রানজিট ফ্লাইটে টিকিটের ভাড়ায় পাওয়া যাবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এই ছাড় ব্যবসা শ্রেণি ও সাধারণ যাত্রী শ্রেণি উভয়ের জন্য প্রযোজ্য হবে। টিকিট বুক করা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয়কেন্দ্র থেকে।

এই অফার অনুযায়ী বুকিং করতে হবে ১৭ থেকে ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে। ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

ট্রানজিট যাত্রীরা সৌদিয়ার ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধাও পাবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে তারা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা থাকতে পারবেন। এ সময়ে তারা ওমরাহ আদায় করতে পারবেন এবং দেশটি ভ্রমণ করার সুযোগও পাবেন।

বর্তমানে সৌদিয়া চার মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান।

সূত্র : খালিজ টাইমস

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT