রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে আগুন, প্রাণ গেল ২ জনের

প্রকাশিত : ০৭:২১ পূর্বাহ্ণ, ১১ আগস্ট ২০২৫ সোমবার ২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শওকত হোসেন কানন ও নাজমুল হুদা রিন্টু। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাসা রাজধানীর হাজারীবাগে। এ ঘটনায় হাসনাত নামে একজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে একটি জিপ গাড়ি মহাখালী ফ্লাইওভারে ওঠে। নিজের গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল হুদা রিন্টু। গাড়িতে তার চাচাত ভাই শওকত হোসেন কানন ও হাসনাত নামে হাজারীবাগের তাদের পরিচিত একজন ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে রেলিংয়ে ধাক্কা লাগে। পরে গাড়িতে আগুন ধরে যায়। রিন্টু ও কানন গাড়ি থেকে বের হতে না পেরে দগ্ধ হন। হাসনাত গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পথচারীরা দগ্ধ অবস্থায় কানন ও রিন্টুকে গাড়ি থেকে বের করে। একজনকে কুর্মিটোলা হাসপাতালে ও আরকেজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুজনই মারা যান। এদিকে ঘটনাস্থলে গাড়িটি পুড়ে যায়। পরে দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শনিবার দুপুরে নিহতের স্বজনরা মর্গে ছুটে আসেন। নিহত কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কানন একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। রিন্টু ও কানন চাচাতো ভাই। রিন্টুর পৈত্রিক বাড়িও হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। তবে স্ত্রী সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকতেন রিন্টু। তার ট্যানারির ব্যবসা রয়েছে। গাড়িটি রিন্টুর ছিল। শুক্রবার রাতে তারা তিনজন কোথায় গিয়েছিলের তিনি জানেন না।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লাগার পর আগুন ধরে যায়। এতে দু’জন দগ্ধ হয়ে মারা যান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT