ওয়ারেন্টভুক্ত আসামির ঘরে মিলল অস্ত্র
প্রকাশিত : ০৭:১৭ পূর্বাহ্ণ, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার ২০ বার পঠিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. নুর উদ্দিন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির ঘরে একটি দেশীয় এলজি ও রামদা পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল এ তথ্য জানিয়েছেন।
রাউজান থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউপির অন্তর্গত ২নং ওয়ার্ডস্থ উত্তর সর্ত্তা সাকিনের সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুর উদ্দিনের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নীচ থেকে একটি দেশীয় এলজি ও বিশেষ কায়দায় প্রস্তুতকৃত রামদা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, প্রাথমিক অনুসন্ধানে আসামি নুর উদ্দিন পার্বত্য এলাকা হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে রাউজান থানা অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।