রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:১৪ পূর্বাহ্ণ, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ৫১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ১০টার দিকে তাঁকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জের উপ–মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে মানিকগঞ্জ ডিবি পুলিশ জানতে পারে, নাঈমুর রহমান দুর্জয় লালমাটিয়া আছেন। এমন পরিস্থিতি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল করিম বলেন, ইতোমধ্যে তাঁকে নেওয়া হয়েছে মানিকগঞ্জে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT