বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অজ্ঞাত গলাকাটা যুবকের হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

প্রকাশিত : ০৯:১৫ পূর্বাহ্ণ, ২২ জুন ২০২৫ রবিবার ৬৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার সকাল ১১টায় পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় কচুরিপানা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে।

পুলিশের প্রচেষ্টায় সদর উপজেলা দগরিসার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫), সিয়াম (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই মো. মাহবুব হোসেন নেতৃত্বে মরদেহ উদ্ধারের পর বিভিন্নভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তখন গোপন সোর্সের মাধ্যমে সিএনজি ও নিহতদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ডাকাতির উদ্দেশ্যে নিহত যুবককে হত্যা করে ফেলে রেখে চলে যায়।

অজ্ঞাত মরদেহ পরিচয় হলো মজিবুর রহমান। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। বর্তমানে জেলার আশুগঞ্জে বসবাস করতেন। পেশায় সিএনজি চালক।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT