রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১০:৩৯ পূর্বাহ্ণ, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার ৪৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাদক ও দুর্নীতিকে সমাজের সবচেয়ে ভয়াবহ দুটি সমস্যা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, মেয়েরা দেখলাম, দেখেন— সুন্দর ড্রেস পরে আছে। অথচ এদের ম্যাক্সিমাম মাদকের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, আমাদের এখানে দুই ধরনের মাদক সংশ্লিষ্টতা রয়েছে— একটি সরাসরি সেবন এবং আরেকটি চোরাচালান বা বিক্রির সঙ্গে যুক্ত থাকা। এই মাদকের বিরুদ্ধে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া এই সমাজ রক্ষা করা সম্ভব নয়।

সাংবাদিক ও গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা লিখবেন। মানুষকে সচেতন করতে হবে। আমি বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় বলতাম— তুমি হয়তো একটা ফেনসিডিল পাচার করছ, ১০০ টাকা উপার্জন করছ। কিন্তু যখন তোমারই ছেলে বা আত্মীয় সেই ফেনসিডিল সেবন করবে, তখন বুঝবে তুমি কী ভুল করেছ।

কারা প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, কারারক্ষীদেরও কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। এরাও যদি দুর্নীতিতে জড়ায়, তবে শুধু ‘স্যার’ বলেই পার পাওয়া যাবে না—বরং এখন ডাবল শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই সমাজে যারা নেশা করছে কিংবা বিক্রি করছে, তাদের চেয়ে বড় অপরাধী তারা, যারা দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ দুর্নীতি সমাজের ভিত নষ্ট করে দেয়।

উপদেষ্টা সবাইকে মাদকবিরোধী লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এটা শুধু সরকারের কাজ না, এটা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT