রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকের সমাগম

প্রকাশিত : ০৯:৪৩ পূর্বাহ্ণ, ৮ জুন ২০২৫ রবিবার ৫৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদুল আজহার ছুটিকে ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। ঈদের প্রথম দিন থেকেই এই জনপ্রিয় পর্যটন স্পটে বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন।

সাদা পাথরের স্বচ্ছ জলধারা, পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও খোলামেলা পরিবেশ আকৃষ্ট করছে দেশি-বিদেশি পর্যটকদের। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপার রূপ উপভোগ করতে। পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পর্যটক সালমান হাদি বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যে মন ছুঁয়ে গেছে। ঈদের ছুটিতে এমন জায়গায় সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।

স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল বলেন, আশা করছি এবারও পর্যটকদের ঢল নামবে। সাদা পাথর পর্যটকদের বরণ করতে প্রস্তুত।

পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত নৌযান ও গাইড সরবরাহ করা হয়েছে। তবে, অনেকেই পর্যাপ্ত অবকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন। প্রতি বছর ঈদ উপলক্ষে সাদা পাথরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ৫ জুন বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও টুরিস্ট পুলিশের একটি টিম থাকবে এবং আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা থাকবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT