সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২
প্রকাশিত : ০৮:৫১ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২৫ সোমবার ৭২ বার পঠিত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে মোট ১৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে।
মোহাম্মদপুরে গ্রেফতার ১৫ : এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আকাশ ১, কাশেম, রাব্বি, সজীব, মাহাবুল, সিয়াম, শাহরিয়া, শাহাদাত, আলম, তুহিন, আকাশ ২, সুজন, এমদাদুল, সাব্বির ও ফরহাদ।
আদাবরে গ্রেফতার ৭ : রাজধানীর আদাবরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি আদাবর থানা পুলিশ। রোববার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন, মো. স্বপন এবং সালাম ওরফে সুমন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।