রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গত কয়েক দিনে ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুর

প্রকাশিত : ০৪:৩৫ পূর্বাহ্ণ, ২৪ মার্চ ২০২৫ সোমবার ৭৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মন্তব্য করেছেন যে, গত কয়েক দিনে ছাত্র নেতাদের দেওয়া বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে।রবিবার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার আয়োজনের সময় তিনি এ কথা বলেন।

এসময় নূর আরও বলেন, “দায়িত্বশীল অবস্থানে থেকে এমন কোন কথা বলা উচিত নয়, যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি হয়।” তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “কোন বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা উচিত নয়।”

গণঅধিকার পরিষদের এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানে নুর বলেন, “ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বশীল হয়ে কথা বলুন। এমন কথা বলবেন না, যেটা একটা সংকট উসকে দেবে এবং ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি করবে।”

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT