ঐকমত্য সরকার প্রক্রিয়া শুরু
প্রকাশিত : ০৮:১৩ পূর্বাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ৭২ বার পঠিত
ঐকমত্যের সরকার গঠনপ্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হবে এই সরকার। এ জন্য সিনিয়র সচিব পদমর্যাদায় একজন সাংবাদিককে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঐকমত্যের সরকার গঠনে লিয়াজোঁ হিসেবে কাজ করবেন। ঐকমত্যের সরকারের প্রধানও থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ঐকমত্যের সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই কিছু উপদেষ্টা পদে রদবদল আসছে। ভিতরে ভিতরে এ নিয়ে চলছে নানান আলোচনা। ঐকমত্যের সরকার গঠনের লিয়াজোঁ কার্যক্রমের উদ্দেশ্যে প্রথম ধাপে নিয়োগ দেওয়া হয় সাংবাদিক মনির হায়দারকে। যিনি প্রধান উপদেষ্টার হয়ে লিয়াজোঁ কার্যক্রম এগিয়ে নেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাংবাদিক মনির হায়দারকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জাতীয় ঐক্যের লক্ষ্যে ২৭ ও ২৮ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) দুই দিনব্যাপী জাতীয় সংলাপ হয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা। যার নেতৃত্ব দেন সাংবাদিক মনির হায়দার। সেই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নেন। এ ছাড়া বিভিন্ন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেন সে অনুষ্ঠানে। বাংলাদেশে জাতীয় ঐক্য, নির্বাচন ও সংস্কার ইস্যুতে ক্রিয়াশীল সব পক্ষকে যুক্ত করে প্রথমবারের মতো জাতীয় সংলাপ ছিল এটি। সূত্রগুলো জানায়, সবার মতমতের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে নতুনভাবে ঐকমত্যের সরকার হয়ে কাজ করতে চায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।