মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া বিল নিয়ে ত্রিপুরা সরকারের উদ্বেগ

প্রকাশিত : ০৮:৪৭ পূর্বাহ্ণ, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার ৮২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। তবে বর্তমানে ১৩৫ কোটি টাকা বকেয়া বিল নিয়ে ত্রিপুরা সরকার উদ্বেগ প্রকাশ করেছে। ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন নাথ জানিয়েছেন, বকেয়া বিল আদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

রতন নাথ জানিয়েছেন, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ছয় টাকা ৬৫ পয়সা হারে চার্জ নির্ধারিত হলেও ১০০ কোটি টাকার সীমা অতিক্রম করার পর গত মে মাসে ত্রিপুরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়। নিয়মিত বিল পরিশোধ করা সত্ত্বেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এখনও বকেয়া রয়েছে।

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী বিষয়টি নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যানের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন এবং ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

বাংলাদেশের বিদ্যুৎ সংকট আরও ঘনীভূত করেছে আদানি গোষ্ঠীর ৮০ কোটি ডলারের পাওনার দাবি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডলার সংকট থাকা সত্ত্বেও ইতিমধ্যে ১৫ কোটি ডলার পরিশোধ করেছে। সরকার জানিয়েছে, বাকি অর্থও শীঘ্রই পরিশোধ করা হবে।

বিদ্যুৎ নিয়ে আর্থিক জটিলতার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং গ্রেফতারি পরিস্থিতি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতের সরকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিয়ে এই জটিলতা শুধু আর্থিক নয়, বরং দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ডলার সংকট ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হওয়া প্রয়োজন, যা কেবল আর্থিক স্থিতিশীলতা নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT