রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশিত : ০৮:৩১ পূর্বাহ্ণ, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার ৯৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রামে ২৪ ঘন্টা পার না হতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মী। এলাকার বাসিন্দা জানায়, ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই মিছিল শুরু করে এক দল তরুণ।
এ ঘটনার সত্যতা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিতে। ওই ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত তরুণেরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল পল্টন রোডে।

তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- বলে স্লোগান দেয়।

এর আগে রবিবার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করেছিল। ৫ আগস্টের পর সেদিনই প্রথম ছাত্রলীগ প্রথম মিছিল করে৷ এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগের কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT