বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ আটক ২৪

প্রকাশিত : ০৮:০০ পূর্বাহ্ণ, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ১১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন নারী, পুরুষ ও শিশুসহ তিন দালাল চক্রের সহযোগীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকও রয়েছে।

মঙ্গলবার রাত ১টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় উক্ত অভিযান চালানো হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার বাসিন্দা নুনা বেগমের বসতবাড়িতে অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের মধ্যে এক নারীসহ তিনজন মানব পাচারকারী চক্রের সহযোগী রয়েছে।

তিনি বলেন, আটককৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT