তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ডে নাহিদ
প্রকাশিত : ০৮:০৮ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০২৪ শনিবার ৮৫ বার পঠিত
তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলায় আহতদের সঙ্গে দেখা করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতের দিকে তিনি আহতদের দেখতে রাজধানির মিটফোর্ড হাসপাতালে যান। একই দিন রাতে কয়েকজন ছিনতাইকারী ওই পূজামণ্ডপে পেট্রোল বোমা ছোড়ার চেষ্টা করে।
এ সময় নাহিদ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেবো না। দুষ্কৃতিকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর তিনি তাঁতিবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এর আগে ওসি এনামুল হাসান জানান, তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটক তিন জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, রাতে চার থেকে পাঁচ জন ছিনতাইকারী তাঁতীবাজার পূজামণ্ডপে একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। কিন্তু সেটা বিস্ফোরিত হয়নি। তারপর স্থানীয় জনগণ ধাওয়া দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উপদেষ্টা নাহিদ মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।