মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৮৫ বাংলাদেশি
প্রকাশিত : ০৬:০৩ পূর্বাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ৭২ বার পঠিত
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডবি্লউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে তারা ফেরেন।
এদিকে এর আধাঘণ্টা আগে একই ঘাটে নিয়ে আসা হয় রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের। হস্তান্তর প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয় মিয়ানমারে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। সেইসঙ্গে মিয়ানমারের ১২৩ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।