ট্রাস্টি বোর্ডে ফেরদৌস আরা
প্রকাশিত : ০৬:২৫ পূর্বাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার ৮২ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পর দেশের অনেক কিছুই নতুন করে পুনর্গঠন করা হচ্ছে অনেক কিছুই। তারই ধারাবাহিকতায় কবি নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে সদস্য হিসাবে রাখা হয়েছে বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভীষন সম্মানিত বোধ করছি আমাকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে বিবেচিত করায়। আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানবিক কবি কাজী নজরুল ইসলামের জ্ঞানের মহাসমুদ্রের তেমন কিছুই আমার এখনো জানার সুযোগ হয়নি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কবির প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি আমার দায়িত্ব আর কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।