রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি হাজী সেলিম গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:২২ পূর্বাহ্ণ, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ১১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সোয়া ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া।

তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এ সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তাঁর। ২০২২ সালে এ সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে মো. সুজন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় এজহারনামীয় আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

গত ২০ জুলাই নিহত হন সুজন। এ ঘটনায় তাঁর ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের নামে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। সলু গ্রেপ্তারের আগে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার হন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT