আন্দোলনে আহতদের সিএমএইচে যোগাযোগের অনুরোধ
প্রকাশিত : ০৮:৩১ পূর্বাহ্ণ, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার ৮৪ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী। এ কারণে আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা (প্রয়োজনে আর্থিক সহায়তা) নিতে জন্য সারা দেশে নিকটস্থ সিএমএইচের উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বরিশাল এরিয়া : ০১৭৬৯০৭২০৭২, ০১৭৬৯০৭২০৫৮, সাভার এরিয়া : ০১৭৬৯০৯২০৭০, ০১৭৬৯০৯২০৫৮, কক্সবাজার এরিয়া : ০১৭৬৯১০২০৭০, ০১৭৬৯১০২০৫৮, বগুড়া এরিয়া : ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২০৫৮, সিলেট এরিয়া : ০১৭৬৯১৭২০৭০, ০১৭৬৯১৭২০৫৮, ঘাটাইল এরিয়া : ০১৭৬৯১৯২০৭০, ০১৭৬৯১৯২০৫৮, চট্টগ্রাম এরিয়া : ০১৭৬৯২৪২০৭২, ০১৭৬৯২৪২০৫৮, কুমিল্লা এরিয়া : ০১৭৬৯৩৩২০৭০, ০১৭৬৯৩৩২০৫৮, যশোর এরিয়া : ০১৭৬৯৫৫২০৭০, ০১৭৬৯৫৫২০৫৮, রংপুর এরিয়া : ০১৭৬৯৬৬২০৭০, ০১৭৬৯৬৬২০৫৮। আইএসপিআর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























