পিআইবি মহাপরিচালক ওয়াজেদের পদত্যাগ
প্রকাশিত : ০৭:০৪ পূর্বাহ্ণ, ১৪ আগস্ট ২০২৪ বুধবার ৬৯ বার পঠিত
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও পদত্যাগ করেছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন প্রেস ইনস্টিনিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে, চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মতো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ।
তারও আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে প্রথম যোগদান করেন তিনি। এরপর আরও দুইবার পিআইবি-এর মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।