বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কাছে খবর নেই

প্রকাশিত : ০৮:৪৪ পূর্বাহ্ণ, ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার ৭৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তবে সোমবার রাত ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টা হয়ে গেলেও তার মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

নিহত আবদুল্লাহ নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম ওরফে ইউসুফ ফকিরের ছেলে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা জানায়, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/১ এস-এর মধ্যবর্তী এলাকা দিয়ে আবদুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি চোরাই গুরু আনার জন্য ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় জঙ্গিপাড়া ইটভাটার কাছে চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

তবে সোমবার রাত ১১টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, আমরা ঘটনার খবর পেয়েছি, তবে নিশ্চয়তা দিতে পারছি না। কারণ আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানাবে বলে জানিয়েছে।

এ সময় মরদেহের ছবি সংবাদকর্মীদের হাতে এসেছে- এমন তথ্যের কথা জানালে, ৫৩ বিজিবি অধিনায়ক বলেন, আমরা এখনও পাইনি। অথেনটিক সোর্স থেকে আমরা এখনও কোনো তথ্য পাইনি। তবে আমরা যোগযোগ রাখছি। তথ্য পেলে আপনাদের জানাবো।

মনির-উজ-জামান পরে জানান, আমরা কোনো খবর পাইনি। আমরা নিখোঁজের খবর পেয়েছি।

সোমবার রাত ১১টার দিকে তিনি রঘুনাথপুর সীমান্তে অবস্থান করছেন বলেও জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT