বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯:০০ পূর্বাহ্ণ, ২৭ জুলাই ২০২৪ শনিবার ৮৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জনজীবন স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। এদিকে, ঢাকাসহ সারা দেশে বহাল রয়েছে কারফিউ। আজ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ আরও কয়েক দিন চলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তায় কাজ করছে। যত দিন না জনজীবন স্বাভাবিক হচ্ছে, তত দিন কারফিউ থাকবে।

পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারফিউ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন সমন্বয়ক নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কারা যেন তাদের হুমকি দিয়েছিল। তাদের নিরাপত্তার জন্যই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কারা তাদের হুমকি দিয়েছে, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় : চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন এলাকায় আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর ১৪ ঘণ্টা বিরতি দিয়ে রাত ৮টা থেকে ফের কারফিউ শুরু হবে। এছাড়া রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। খুলনা, শরীয়তপুর, পটুয়াখালী ও বরিশালে সকাল ৬টা থেকে রাত ৯টা, ময়মনসিংহে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা, গোপালগঞ্জে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা, রাজবাড়ীতে সকাল ৮টা থেকে রাত ৯টা, টাঙ্গাইলে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা, লক্ষ্মীপুরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ভোলায় সকাল ৬টা থেকে রাত ৯টা, নাটোরে সকাল ৬টা থেকে রাত ১০টা, জয়পুরহাটে সকাল ৬টা থেকে রাত ৮টা, হবিগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৮টা এবং রংপুর বিভাগের ৮টি জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT