রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক আহত

প্রকাশিত : ০৮:৫২ পূর্বাহ্ণ, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার ৯৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক এনামুল হাসান অনয় (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় গৌরীপুর গণপাঠাগারের সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এনামুল হাসান অনয় জানান, ১০-১৫ জন এসে প্রথমে কিল-ঘুসি ও লাথি মারে, একজন লাঠি নিয়েও পেটায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে।

অনয় গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবেও ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডানহাতের কনুর নিচে ১টি ও ডানপিঠের উপরে ২টি আঘাতের চিহ্ন রয়েছে।

গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT