রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীরা আল্টিমেটাম দিলেও শিগগিরই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৮:০২ পূর্বাহ্ণ, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার ১০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শতভাগ নিরাপদ পরিবেশ তৈরি না হলে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি জানিয়েছেন, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে সবার আগে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি’র বাকি পরীক্ষাগুলো আয়োজন করা হবে। এরপরই খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়গুলো।

তবে, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো একসাথে নাও খুলতে পারে বলে জানান সরকারের এই মন্ত্রী।

শিক্ষামন্ত্রী মি. চৌধুরী বলেন, “ঢাকা জেলা, মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী গাজীপুর এলাকার প্রতিষ্ঠানগুলোতে এখনো বিপদ আছে বলে আমাদের কাছে তথ্য আছে। এতে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা শঙ্কা রয়েছে। এ কারণে ঢাকা ও আশপাশের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করছি।”

প্রাথমিক বিদ্যালয়ের চালুর পর ধীরে ধীরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সবশেষে জাতীয় বিশ্ববিদ্যালরে অধীনে থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে জানতে চাওয়া হয় শিক্ষামন্ত্রীর কাছে।

জবাবে তিনি বলেন, “তড়িঘরি করে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আবারও শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার কাজটা আমরা করতে পারি না।”

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT