দোহারে ৫৭% মানুষ নির্ভরশীল
প্রকাশিত : ০৯:০০ পূর্বাহ্ণ, ২৮ জুন ২০২৪ শুক্রবার ৮১ বার পঠিত
ঢাকার বিভিন্ন উপজেলার মধ্যে দোহারে সবচেয়ে বেশি মানুষ নির্ভরশীল। যা অনুপাতে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। তবে জেলার সাভারে এ অনুপাত সর্বনিম্ন। এখানে নির্ভরশীলতার অনুপাত ৩৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ।
বৃহস্পতিবার জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকা জেলার পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শেলহ তানভীর আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
জনশুমারিতে জানা গেছে, জেলায় কাজে নিয়োজিত মোট জনসংখ্যার মধ্যে নারীর তুলনায় পুরুষের হার অনেক বেশি। একইভাবে বর্তমানে যারা কাজ খুঁজছেন তাদের মধ্যেও নারীর চেয়ে পুরুষের হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
জেলায় কাজে নিয়োজিত জনগোষ্ঠীর মধ্যে ৬২ দশমিক ৭৪ শতাংশ সেবাখাতে, ৩২ দশমিক ৬১ শতাংশ শিল্প খাতে ও ৪ দশমিক ৬৫ শতাংশ কৃষি খাতে কর্মরত রয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।