বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বাচলে ৫ দিনের হস্তশিল্প মেলা শুরু

প্রকাশিত : ০৭:৪৩ পূর্বাহ্ণ, ২৬ জুন ২০২৪ বুধবার ৮৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ৫ দিনব্যাপী হস্তশিল্প মেলা। মঙ্গলবার সকালে বাণিজ্য মেলার স্থায়ী প্যাভিলিয়নে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি আমিন হেলালী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার প্রমুখ।
৫ দিনব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে। ৩৫টি হস্তশিল্প প্রতিষ্ঠানের ৯৫টি স্টলে দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাসহ ব্যবসায়ীরা এ মেলায় অংশ নিচ্ছেন। এতে বাঁশ, বস্ত্র, পাট, বেত, ছন ব্যবহৃত কুটির শিল্পের আওতায় প্রায় ৩ হাজারের বেশি পণ্য স্থান পেয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান, ২৮তম বাণিজ্য মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেন। ফলে এ হস্তশিল্প নিয়ে দেশি উদ্যোক্তাদের বিদেশি বাজারে সুযোগ করে দেওয়ার প্রচেষ্টায় হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের কথা জানানো হয়েছে। মেলায় ঘুরে দেখা গেছে পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, বাঁশ ও বেত, পাদুকা, কারুপণ্য হাতের তৈরি অলঙ্কার, মৃৎশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন স্টলে রয়েছে। এ ছাড়া এ মেলায় বিভিন্ন কোম্পানির পণ্যও দর্শনার্থীদের প্রত্যক্ষ করার সুযোগ রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০০ হস্তশিল্প পণ্য উৎপাদক সরবরাহকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি শাটল বাস নিয়মিত দর্শনার্থীদের সেবায় নিয়োজিত থাকবে। মেলায় পাঁচ শতাধিক গাড়ি পার্কিং সুবিধা ছাড়াও এক্সিবিশন হলের বাইরে ছয় একর জমিতে বিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেন মেলা কর্তৃপক্ষ। মেলায় দর্শনার্থীদের তথ্য সহায়তার জন্য স্থাপন করা হয়েছে একটি তথ্য কেন্দ্র। নিয়মিত পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়োগ করা হয়েছে পর্যাপ্তসংখ্যক পরিচ্ছন্ন কর্মী। এছাড়া মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শতাধিক সিসিটিভি মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা রোধে মোতায়েন করা হয়েছে ফায়ার ব্রিগেড। দর্শনার্থীদের খাবারের কথা বিবেচনা করে মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকানও বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় আসা নারায়ণগঞ্জের গৃহিণী রোমানা আমিন জানান, মেলায় প্রতিটি স্টল আমি ঘুরে দেখেছি। এখানে হুরের একটা স্টল রয়েছে। সেখানে আধুনিকতার ছোঁয়া এবং উন্নতমানসম্মত বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। বিশেষ করে সব বয়সের মেয়েদেরই কাপড় এখানে পাওয়া যাচ্ছে। আমি সেখান থেকে শাশুড়ি ও মেয়েদের জন্য কিছু আধুনিক ডিজাইনের কাপড় কিনেছি।

এদিকে হুরের হেড অব সেলস সৌমিত রঞ্জন মজুমদার বলেন, আধুনিকতার ছোঁয়া ও নতুন নতুন ডিজাইনের কাপড় নিয়ে আমরা এ স্টলটিকে সাজিয়েছি। আজ প্রথম দিন অনেকেই ঘুরে দেখতে এসেছেন। আগামীকাল থেকে আমাদের বেচাবিক্রি বাড়বে। পাকিস্তানি লনকে পেছনে ফেলে আমরাই বাংলাদেশের একমাত্র আধুনিক লন কাপড় বাজারে এনেছি। দর্শক-ক্রেতাদের মাঝে এখন এর চাহিদা অনেক। তিনি আরও বলেন, নতুন নতুন ডিজাইনের এমব্রয়ডারি ও থ্রিপিসসহ ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা নানা ধরনের রংবেরঙের কাপড় উঠিয়েছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT