বাবুগঞ্জ উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি কমাতে আ’লীগের প্রার্থীর বক্তব্য ভাইরাল
প্রকাশিত : ০৮:৪৬ পূর্বাহ্ণ, ৩ জুন ২০২৪ সোমবার ৯৬ বার পঠিত
বিষয়টি নিয়ে একাধিক ব্যক্তি বলেছেন, বিএনপি সমর্থকদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে এ বক্তব্য দিয়ে ভাইরাল করেছেন স্বপন। তাঁর এ বক্তব্যের পর বিএনপি নেতারা আরও সক্রিয় হয়ে উঠবেন, যাতে তাদের কর্মীরা কেন্দ্রে না যান। সরকারবিরোধী ভোটারদের কেন্দ্রে যাওয়া নিবৃত করতেই তিনি সরাসরি বিএনপি ও এক নেতার নাম জড়িয়ে বক্তব্য দেন।
স্বপন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অনুসারী। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারজানা ওহাব জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও দু’বারের ভাইস চেয়ারম্যান। উপজেলায় ব্যাপক জনপ্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান (আততায়ীর গুলিতে নিহত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খানের মেয়ে তিনি।
ফারজানা ওহাব বলেছেন, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বপন। পরাজয় ঠেকাতে কেন্দ্রে ভোটার কম আসার জন্য সব ধরনের তৎপরতা চালাচ্ছেন তিনি। এমনকি কেন্দ্রে নাশকতারও পরিকল্পনা করছেন। আগামী ৫ জুন এ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র জানিয়েছে, নীরব ভোটারদের সমর্থন ফারজানার প্রতি বেশি বলে ধারণা করা হচ্ছে। এসব হিসাবনিকাশে নীরব ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকানোর কৌশল হিসেবে স্বপন বক্তব্য দিয়ে ভাইরাল করেছেন।
বিএনপিকে নিয়ে দেওয়া বক্তব্য ভোটার উপস্থিতি বাড়ানোর সরকারের কৌশলের বিরুদ্ধে কিনা– জানতে চাইলে স্বপন জানান, বিএনপির লোকজন ফারজানার পক্ষে কাজ করছেন। তাঁর কাছে এর প্রমাণ আছে। তা ছাড়া যুবদলের তসলিমের প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তাঁর (স্বপন) প্রতি বিদ্বেষের বিষয়টি ফুটে উঠেছে।
স্বপনের দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তসলিম বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না। ভোটে স্বপনের অবস্থান নড়বড়ে। তাই বিভ্রান্তি সৃষ্টি করতে তিনি ওই বক্তব্য দিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।