বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাজেটের আগে কি আইএমএফের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ?

প্রকাশিত : ০৮:২২ পূর্বাহ্ণ, ২৪ মে ২০২৪ শুক্রবার ৯৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ। আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের ক্যালেন্ডার বলছে, চলতি মে মাসে গেভিন, সোমালিয়া, ল্যাকশনাবাগ দেশগুলোতে বর্ধিত ঋণ সহায়তার ঋণ অনুমোদনের জন্য ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে। যেখানে নেই বাংলাদেশের নাম।

শিডিউল অনুযায়ী, আজ শুক্রবার গেভিন- ২০২৩ আর্টিকেল-৪ কনসালটেশন, বুধবার (২৯ মে) সোমালিয়ার ১ম রিভিউ আন্ডার দ্য ইসিএফ এগ্রিমেন্ট, ৩১ মে (শুক্রবার) ল্যাকশনাবাগ ২০২৪ আর্টিকেল-৪ কনসালটেশনের বিষয়গুলো বৈঠকে উঠবে।

জাতীয় সংসদে আগামী ৬ জুন আসছে অর্থবছরের বাজেট ঘোষণা করার কর্মসূচি রয়েছে। এর আগে মে মাসের বাকি দিনগুলোয় আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি।

প্রসঙ্গত, সম্প্রতি আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে তা পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বাড়ানো হয় ডলারের দামও। যদিও কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT