বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত

প্রকাশিত : ০৯:৪৫ পূর্বাহ্ণ, ২৪ এপ্রিল ২০২৪ বুধবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গোপালগঞ্জে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় মাসুদ শেখের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের মন্টু শেখের ছেলে মাসুদ শেখ (৪০) ও তার ছেলে রাশেদ (৪)। মাসুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নিরাপত্তা প্রহরীর চাকরি করেন।

আহত বাবা ও ছেলেকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসি সূত্রে জানাযায়, শহরের বিসিক এলাকা থেকে মোটরসাইকেলে তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। রাত ৯টার দিকে বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ঘরের দরজা খোলার সময় ৫-৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে মাসুদ শেখ ও তার ছেলে রাশেদ আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, বোমার আঘাতে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই) টিম বিষয়টি তদন্তে মাঠে কাজ করছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT