যাত্রী সেজে মোবাইল ছিনতাই চক্রের ১৫ সদস্য গ্রেফতার, ১০৩ ফোন উদ্ধার
প্রকাশিত : ০৫:০০ অপরাহ্ণ, ৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার ১০৮ বার পঠিত
গণপরিবহণে যাত্রী সেজে, কখনো বা ভিড়ের মধ্যে সুযোগ বুঝে মোবাইল ছিনতাই করে আসছিল একটি চক্র। তারা দ্রুত আইএমইআই নাম্বার পরিবর্তন করে সেগুলো বিভিন্ন ব্যক্তি ও মার্কেটে বিক্রি করে দিত। এমন একটি চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ১০৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে গতকাল বুধবার ডিবির লালবাগ বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
হারুন অর রশীদ বলেন, চক্রটি মোবাইল ছিনতাইয়ের পর আইএমইআই নম্বর পরিবর্তন করে বাজারে বিক্রি করত। আবার কখনো ধরা পরার ভয়ে ফোন ভেঙে ফেলত। তাদের জিজ্ঞাসাবাদে আইএমইআই পরিবর্তনকারীদের নাম জানা গেছে। এ ছাড়া কাদের কাছে বিক্রি করত, কোন মার্কেটে বিক্রি করত, সেটি তদন্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।