রবিবার ০৯ নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দ্রুত বিনিয়োগ শুরু হবে: ভুটানের রাজা

প্রকাশিত : ০৫:০০ পূর্বাহ্ণ, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার ১৭০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ধরলা সেতুর পূর্বে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে ১৪ সদস্যের সফরসঙ্গী নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। পরে বেলা ৩টায় সড়কপথে জেলার ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন ওয়াংচুক।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ভুটানের রাজা কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল দেখে খুশি হয়েছেন। জায়গা দেখেছেন, যোগাযোগ ব্যবস্থা দেখেছেন। সবকিছু মিলে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাজা জানিয়েছেন, স্থানীয়দের চাহিদা এবং ভুটানের বিনিয়োগকারীদের চাহিদার ওপর ভিত্তি করে এখানে কী ধরনের শিল্প-কারখানা হবে তা নির্ধারণ করা হবে। তবে কৃষি ও উৎপাদন শিল্প হওয়ার সম্ভাবনা বেশি। যত দ্রুত সম্ভব এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভুটানের বিনিয়োগ শুরু হবে। এ থেকে আমরা আশাবাদী খুব দ্রুতই কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে ভুটান সরকারের সহায়তায় অর্থনৈতিক অঞ্চলটি চালু হবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ-সদস্য ডা. হামিদুল ইসলাম জানান, অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে এলাকার বেকার মানুষ কাজ পাবে। সমৃদ্ধির পথে এগিয়ে যাবে পিছিয়ে পড়া এই জেলা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ-সদস্য ডা. হামিদুল হক খন্দকার, বিপ্লব হাসান পলাশ, বেজার নির্বাহী চেয়ারম্যান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ভুটানের রাজার সঙ্গে উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT