স্বাধীনতা দিবসে বীর শহিদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা
প্রকাশিত : ০৫:৪৬ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ১০৫ বার পঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। এ উপলক্ষ্যে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করে জাতীয় পার্টি।
এর পরপরই নেতারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল সাড়ে ৮ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে বিরোধী দলীয় নেতার শ্রদ্ধাঞ্জলি এবং প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা- এম এ সোবহান, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, মাহমুদ আলম, এএনএম রফিকুল আলম সেলিম প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।