শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৭ হাজার টাকায় ১১ মাসে ৩৭ হাজার টাকা সুদ!

প্রকাশিত : ০৫:৩১ পূর্বাহ্ণ, ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার ১১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া সমিতির ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন দরিদ্র মানুষ। ঋণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আবার অনেকে ঋণ নিয়ে পড়েছেন বিপাকে। এমনই একজন ভুক্তভোগী উপজেলার মহেশপুর গ্রামের মামুন মোল্যা। সুদে কারবারির খপ্পরে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

প্রতিকার চেয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মামুন মোল্যা।

অভিযোগে জানা গেছে, উপজেলার জয়নগর বাজারে অবস্থিত ‘নিপসিঅ পার্টনার পয়েন্ট’ নামে একটি অনুমোদনহীন সমিতি থেকে গত ১১ মাস আগে ৭ হাজার টাকা ঋণ নিয়েছিলেন মিষ্টি দোকান কর্মচারী মামুন মোল্যা। দৈনিক কিস্তি হিসেবে এ পর্যন্ত ওই সমিতিকে ৬৫০০ টাকা পরিশোধ করেছেন। আরও ৩৮ হাজার ২০৫ টাকা দাবি করছেন ওই সমিতির স্বত্বাধিকারী আরিফ খান। মামুন মোল্যা ওই টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন আরিফ খান।

এ ব্যাপারে আরিফ খানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তার ‘নিপসিঅ পার্টনার পয়েন্ট’ নামে কোনো সমিতি নেই বলে জানান। তবে তার সমিতি সমবায় আইন মেনেই পরিচালিত হচ্ছে। ৭ হাজার টাকায় ৩৭ হাজার টাকা সুদ দাবি করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT