খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন গয়েশ্বর
প্রকাশিত : ০৬:৪৫ পূর্বাহ্ণ, ১ মার্চ ২০২৪ শুক্রবার ১১২ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান গয়েশ্বর চন্দ্র রায়। এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত সোয়া ৯টার দিকে বের হন।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও কারামুক্তির পর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।
প্রসঙ্গত, দুই মামলায় ১৭ বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাহী আদেশে মুক্তি পেয়ে এখন গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।