ডুসার সভাপতি সম্পাদকসহ ৭ পদে রদবদল
প্রকাশিত : ০৯:৩১ পূর্বাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার ৯০ বার পঠিত
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ উপপরিচালক পদে রদবদল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, উপপরিচালক মো. মনিরুল ইসলামকে কক্সবাজার থেকে ঢাকা প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৫ বিভাগে ও সুবেল আহমেদকে কক্সবাজারে বদলি করা হয়েছে। অন্যদিকে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপপরিচালক মো. মশিউর রহমানকে প্রধান কার্যালয় থেকে গোপালগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপপরিচালক মো. সিফাত উদ্দিনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।
দুসার সাধারণ সম্পাদক ও উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া উপপরিচালক মো. শাওন মিয়াকে প্রধান কার্যালয় থেকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে ও উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানকে রংপুর থেকে ঢাকার প্রধান অফিসে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাকে ৭ মার্চের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























