সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবে পিঠা ও বাউল উৎসব

প্রকাশিত : ০৯:৩০ পূর্বাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৪ রবিবার ১০৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শীতের সকালে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জাতীয় প্রেস ক্লাবে শেষ হলো পিঠা ও বাউল উৎসব।

এ উপলক্ষ্যে শনিবার সমবেত হয়েছিলেন প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সীমান্ত খোকন।

উৎসব শুরুর পর শীতের সকালে একদিকে পিঠা খাওয়ার ধুম, অন্যদিকে চলে বাউল গান। প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পিঠা খাওয়ার পাশাপাশি উপভোগ করেন বাউল শিল্পীদের মন রাঙানো গান। উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, মালপোয়া, লবঙ্গ লতিকা, ক্ষীরক কুলি পিঠা, নকশী পিঠা, পাকন পিঠা, সুন্দরী পাকুনসহ নানা ধরনের দেশীয় পিঠা স্থান পায়।

এ সময় বাউল গান পরিবেশন করেন লালন কন্যা শাহরিন মীম, সমীর বাউল, সরদার হীরক রাজা, লুবনা ইয়াসমিন দোয়েল, শেখ সুলতানা, লামিয়া মুসকানসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT