সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে শপথ নেবে জাতীয় পার্টি, জানালেন জিএম কাদের

প্রকাশিত : ০৬:৫৮ পূর্বাহ্ণ, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার ১১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি সংসদ-সদস্য হিসাবে শপথ গ্রহণ করবে। আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি, তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হটব না। সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর নগরীর সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে রংপুর বিভাগের জাতীয় পার্টির পরাজিত এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, নির্বাচন সঠিক হয়নি। আমাদের প্রার্থীরা জয়ী হতে পারত, তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এটি না ঘটে আমরা সেই চেষ্টা করব। এ নির্বাচন ছিল সরকার নিয়ন্ত্রিত। এখানে আমাদের প্রার্থীদের পক্ষে যে জনসমর্থন রয়েছে তা প্রকাশ হতে দেওয়া হয়নি। আমাদের সংগঠন এখনো শক্তিশালী রয়েছে। আমরা সংসদে যেতে চাই। জাতীয় রাজনীতিকে যদি আমাদের কিছু দিতে হয়, তাহলে আমাদের সংসদে যেতে হবে। তাহলে আমরা জনগণের কাছে পৌঁছতে পারব, দাবি-দাওয়া আদায় করতে পারব।

সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, আমি দীর্ঘদিন সংসদ-সদস্য ছিলাম। সংসদে যারা মেজরিটি পায় তারা সরকারি দল হয়। এ নির্বাচনে বেশি আসন পাওয়ায় আওয়ামী লীগ সরকার গঠন করবে। এখন বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো দল নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। স্বতন্ত্রদের নিয়ে কোনো সময় বিরোধী দল হয়েছে এমন নজির নেই। তারা আবার সরকারি দলেরই অংশ। তাই এটি হলে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান হবে না।

বৈঠকের বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগে পার্টির হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগছিলেন তাই সবার সঙ্গে বসে সমস্যাগুলো শুনলাম এবং লিখিত বক্তব্য নিলাম। এই তথ্য পরবর্তীতে ফলোআপে কাজে লাগবে।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর বিভাগের জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর রাতেই তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT