নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
প্রকাশিত : ০৯:০১ অপরাহ্ণ, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ৯৪ বার পঠিত
নওগাঁর রানীনগরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীনে ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন- জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম ও ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুজ্জামান।
সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























