এমপি হলেন ১২ চিকিৎসক
প্রকাশিত : ০৭:২৬ পূর্বাহ্ণ, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ৯৫ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১২ জন চিকিৎসক। তাদের মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে। বাকি ১ জন জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার মধ্যরাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত চিকিৎসকরা হলেন- আওয়ামী লীগ থেকে চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি), সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু, যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন, নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























