স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, আ.লীগের ৬ নেতাকে বহিষ্কারে সুপারিশ
প্রকাশিত : ০৮:৫৭ পূর্বাহ্ণ, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার ১০৫ বার পঠিত
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নেতাকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে করে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে বহিষ্কারের সুপারিশে উল্লেখ করা হয়।
শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে বহিষ্কারের সুপারিশ করে চিঠি দেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও দ্বাদশ জাতীয় সংসদ টাঙ্গাইল-৭ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি।
যাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি মো.আবুল কালাম আজাদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল মামুন, দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ। তবে উপজেলা আওয়ামী লীগের বেশ কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে কাজ করছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সংশ্লিষ্টরা শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও ড. আব্দুর রাজ্জাক এমপির নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির যেসব নেতা সরাসরি অবস্থান নিয়েছেন তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, আমাদের বহিষ্কার করার সুপারিশ নির্বাচন পরিচালনা কমিটি রাখে না। আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন তাই আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করছি।
মীর এনায়েত হোসেন মন্টু বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মির্জাপুর উপজেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খান আহমেদ শুভকে পরাজিত করে মির্জাপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হব।
এ ব্যাপারে খান আহমেদ শুভ বলেন, নৌকাকে পরাজিত করতে তারা প্রকাশ্যে স্বতন্ত্রের জন্য ভোট চাইছেন। শুনেছি উপজেলা আওয়ামী লীগ তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নৌকাকে পরাজিত করার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছিল। শুক্রবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























