সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে এলো কি এলো না, তাতে কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৮:২৪ পূর্বাহ্ণ, ১ জানুয়ারি ২০২৪ সোমবার ১১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি নির্বাচনে এলো কি এলো না, তাতে কিছু যায় আসে না উল্লেখ করে কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল -১ (মধুপুর -ধনবাড়ী) আসনের নৌকার প্রার্থী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, আগের নির্বাচনগুলোতে ব্যাপক ব্যবধানে নৌকা নিয়ে জিতেছি।

রোববার সন্ধ্যায় তার নিজস্ব আসন টাঙ্গাইল – ১ (মধুপুর-ধনবাড়ী) এ নিজের নির্বাচনী গণ সংযোগের অংশ হিসেবে মধুপুরের মির্জাবাড়ী বাজারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মো. আবদুর রাজ্জাক বলেন, প্রতিযোগিতা নাই, তবুও ৭ জানুয়ারি আমাদের একটাই কাজ, সবাই নিজের ভোটটা দিব। গণভবনে নৌকার নোঙর করতে আমাদের সবাইকে এ কাজটি করতে হবে।

তিনি বলেন, নৌকার পক্ষে আনন্দ উচ্ছ্বাসের প্রবল জোয়ার শুরু হয়েছে। এই প্রবল জোয়ারের জোরে শেখ হাসিনার হাল ধরা, পাল তোলা নৌকার মাঝি আমরা নেতাকর্মীরা। এ নৌকা এবার গণভবনে নোঙর করবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বলেন, বিএনপি এলো কি এলো না, তাতে কিছু যায় আসে না। তার আসনের পূর্বের নির্বাচনি ফল বিশ্লেষণ উল্লেখ করে মন্ত্রী বলেন, আগের নির্বাচনগুলোতে ব্যাপক ব্যবধানে নৌকা নিয়ে জিতেছি।

দ্বাদশ সংসদ নির্বাচনে আ.লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. রাজ্জাক বলেন, আ.লীগ এবার নির্বাচনি ইশতেহারে কর্মসংস্থানের প্রতি গুরুত্বারোপ করেছে।

নির্বাচনী গণসংযোগের অংশ ওই সমাবেশে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা আ.লীগের সদস্য ও উপজেলা আ.লীগের সহসভাপতি ইয়াকুব আলী, খন্দকার আবদুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ সমাবেশের পর মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া বাজার, দক্ষিণ লাউফুলা ও উত্তর লাউফুলা এবং সব শেষে দিগরবাইদ বাজারে গণ সংযোগের অংশ হিসেবে সমাবেশ হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT