সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থীকে একহাত নিলেন চিত্রনায়ক সাইমন

প্রকাশিত : ০৮:১৫ পূর্বাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার ১১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের সমর্থনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) নিজ নির্বাচনি এলাকায় এসে প্রচারণায় অংশ নিয়ে ‘ঈগল-টিগল চলবে না, শুধু নৌকা চলবে’ বলে সৈয়দ পরিবারের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে একহাত দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম- সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক।

শুক্রবার সন্ধ্যায় নিজ জেলা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়ন পরিষদ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপির সমর্থনে আয়োজিত নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলছিলেন।

সাইমন সাদিক আরও বলেন, বাংলাদেশে আজ যে উন্নয়ন হয়েছে তা নৌকার হাত ধরে হয়েছে। উন্নয়নের সে ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং কিশোরগঞ্জ-হোসেনপুর উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নৌকা ও লিপি আন্টির কোনো বিকল্প নেই।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে সাইমন সাদিক বলেন, আমরা কী চাই, আমরা কি ভাত চাই? কাপড় চাই? না, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, সুশৃঙ্খল নেতৃত্ব চাই। আমরা এমন নেতৃত্ব চাই না- যে উড়ে আসলাম, আর জুড়ে বসলাম। কিশোরগঞ্জ-হোসেনপুর বিভিন্ন স্থানে দেখা যায় আমি আমার পছন্দের লোককে পদ-পদবি দিয়ে দিলাম। সারা বছর খবর নাই, মোটরসাইকেল নিয়ে ঘুরেছি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি, এখন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিভিন্ন মতবাদ দিচ্ছি। নৌকা মনোনীত প্রার্থীর ওপর আস্থা রেখে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। আমরা তার সঙ্গে থাকতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনা যার উপর আস্থা রেখেছেন, বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকবে। আমরা কোনো দলীয়করণ চাই না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কৌশলের কারণে স্বতন্ত্র প্রার্থী হতে বাঁধা দেননি। কিন্তু তারা নৌকার অতীত ব্যবহার করছে। অতীতে নৌকাকে ব্যবহার করে তারা যে দিনের পর দিন অর্থ ইনকাম করেছে- এখন সেগুলো ফেলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যতই বিভ্রান্তি ছড়ানো হোক ঈগল-টিগল চলবে না, শুধু নৌকা চলবে। আমরা শুধু সুন্দরভাবে নৌকাডা বায়া যাইতে চাই।

এ নির্বাচনী পথসভায় যোগ দেয়ার পাশাপাশি এক শ্রেণির বিভিন্ন বয়সের নারী-পুরুষ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের সন্তান জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিককে এক নজর দেখতেও ভিড় জমায়।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত তার বড় ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়াতুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছোট বোন লিপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল আউয়াল (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. আনোয়ারুল কিবরিয়া (আম), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোবারক হোসেন (ডাব), জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল হাই (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. আশরাফ উদ্দিন (মিনার)।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT