সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধসহ চার দিনের নতুন কর্মসূচি দিল এলডিপি

প্রকাশিত : ০৫:১১ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার ১০৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফশিল বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতি, শুক্র ও শনিবার গণসংযোগ করবে দলটি। এ ছাড়া রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই দল।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, গণসংযোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ভাগাভাগি ও ভাগাভাগি নির্বাচন সবাই বর্জন করুন। এই নির্বাচনে সরকারকে অসহযোগিতা করুণ। দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে একতরফা নির্বাচন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। ভোট বর্জনকারী রাজনৈতিক দলগুলোকে সবাই সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT