লোকে লোকারণ্য প্রধানমন্ত্রীর জনসভাস্থল
প্রকাশিত : ০৫:০২ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার ১১১ বার পঠিত
লোকে লোকারণ্য হয়ে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। বুধবার সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপ বাড়তে শুরু করে।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা আসতে শুরু করেন। সিলেটের সবকটি প্রবেশ মুখ দিয়ে দলে দলে নগরীতে ঢুকতে শুরু করেন মানুষ। মিছিল সহকারে প্রতিটি মিছিল এসে শেষ হচ্ছে জনসভাস্থলে।
জেলা ও মহানগর আয়োজিত আওয়ামী লীগের প্রথম নির্বাচনি জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর ১টায়। বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এর আগে প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হযরত শাহজালার (রহ.) ও শাহ পরাণের মাজার জিয়ারত করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























