মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন
প্রকাশিত : ০৫:০৪ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার ১০৩ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলে মনোনয়নপত্র দাখিলসহ প্রতিটি ধাপে সময় তিনদিন করে বাড়ানো হতে পারে। তবে ভোট ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর থাকলেও সেটি ৩ ডিসেম্বর পর্যন্ত সুযোগ থাকতে পারে।
এদিকে মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-৪ডিসেম্বর থাকলেও সেটি ৭ ডিসেম্বর যেতে পারে। আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর থাকলেও ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হতে পারে।
প্রতিটি ধাপ তিন দিন করে পেছালেও ৭ জানুয়ারিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























